স্পোর্টস রিপোর্টারঃ চট্টগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে প্রথম ম্যাচেই জয় পেয়েছে চাঁদপুর জেলা দল।তারা নোয়াখালী জেলাকে ট্রাইবেকারে ৫-৪ গোলে পরাজিত করে। ৫ ডিসেম্বর শনিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময় ১-১ গোলে ড্র ছিল। পরে ট্রাইবেকারে অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা দলের পরবর্তী ম্যাচ ৭ ডিসেম্বর কক্সবাজার জেলার সাথে। এ তথ্য চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়।
