সমীর ভট্টাচার্যঃ দলীয় নেতাকর্মীসহ চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম দাখিলের একদিন পর স্বেচ্ছায় নির্বাচন থেকে সড়ে দাড়ানোর কঠোর সিদ্ধান্ত জানালেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের সভাপতি আবদুর রশিদ পাটোয়ারী।
১৭ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা নির্বাচন কার্যালয়ে এসে গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানিয়েছেন।
জামায়াত নেতা আবদুর রশিদ পাটোয়ারী বলেন, উপজেলাগুলোতে জামায়াতের নেতারা স্থানীয় জনগণের সমর্থণের চাপে প্রার্থী হলেও তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে হাইকমান্ড। দলীয় সেই সিদ্ধান্ত মান্য করেই আমি চেয়ারম্যান পদে আমার নির্বাচন থেকে সড়ে দাড়াচ্ছি। আগামী ২২ এপ্রিল পর্যন্ত সময় আছে মনোনয়ন পত্র প্রত্যাহারের। এরমধ্যেই যেকোন দিন আমি আমার চেয়ারম্যান পদের মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিবো।
এই মতলব দক্ষিণে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা আসলাম মিয়াজী এখনো নির্বাচনের মাঠে রয়েছেন।
এছাড়া চেয়ারম্যান পদে মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান বি এইচ এম কবির আহম্মেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল মোস্তফা তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীরসহ মোট ৩ জন,
ভাইস চেয়ারম্যান পদে মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান শওকত আলী বাদল, উপাদী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম খানসহ ২ জন
এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাজমা আক্তার আঁখি, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদিকা ও জেলা মহিলা লীগের সদস্য শিলা মনি ও ইউপি সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেত্রী ফাতেমা বেগমসহ ৩ জন নির্বাচনী মাঠে রয়েছেন।