মনির হোসেন খানঃ চাঁদপুর নতুন বাজার পুরান বাজার সেতুর পাদদেশে প্যান্ট শার্ট পরিহিত মাথায় টুপি পরা যে মানুষটিকে ইজি বাইক চালকদের কাছ থেকে টোল আদায় করতে দেখা যায় প্রতিদিন সকাল হতে দুপুর পর্যন্ত, তিনি মোঃ ওমর ফারুক।
পেশায় তিনি একজন ইজি বাইকের জি,পি কালেক্টর। আর নেশা তার রাজনীতি। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে ভালবেসে করেছেন বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ। এক সময় জেলা ছাত্রলীগ নেতা ছিলেন। এখন করছেন যুবলীগের রাজনীতি।
পৌর ৪ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদকের দায়ীত্ব পালন করেছেন। বর্তমানে ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়ীত্বে আছেন। এই ফারুক হোসেন আপাদমস্তক একজন মানবিক মানুষ। তার কর্মস্হলে যখনি কোন দুস্হ্য অসহায় মানুষ ওমর ফারুকের চোঁখে পড়ে যায়, তখনি সে তার দৈনিক হাজিরা হতে ঐ অসহায় মানুষদের সাহায্য করেন সাধ্যমত।
এমনকি ওমর ফারুক যে অটো রিক্সার টোল আদায় করেন। সে অটো চালকদের মাঝে যারা শারীরিক প্রতিবন্ধি চালক তাদেরকে সে তার দৈনিক হাজিরার টাকার একটা অংশ সেই প্রতিবন্ধি চালকদের সাহাযার্থে বিলিয়ে দেন। এটা নিঃসন্দেহে ওমর ফারুকের একটি মানবিক গুন।
এ বিষয়ে ফারুকের কাছে জানতে চাওয়া হলে উনি বলেন, আল্লাহ তো আমাকে পুরোপুরি সুস্হ্য সবল রেখেছেন, আর এই অটো রিক্সা চালকদের কারো হাত নেই, পা নেই। তার পরেও তারা কষ্ট করে অটো চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করছে। তাই আমি যদি তাদের কিছু টাকা দিয়ে সাহায্য করি, তাতে এদের কিছুটা উপকার হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ওমর ফারুক তার ওয়ার্ডের ও দুস্হ্য অসহায় মানুষদের সাহায্য সহযোগীতা করে থাকেন নানা ভাবে। ওমর ফারুক স্ত্রী ও তিন ছেলে সন্তান ও বাবা মাকে নিয়ে সুখে আছেন বলে জানালেন।
ওমর ফারুক বলেন, আসলে মানুষের সেবা করতে, মানুষকে সাহায্য করতে বড়লোক বা ধনবান হওয়ার প্রয়োজন পড়ে না। মানবিক একটা মন থাকতে হয়। ওমর ফারুক তেমনি একজন মানবিক মানুষ। বর্তমান সমাজে মানবিক মানুষের বড়ই প্রয়োজন।