স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের সনাতনীদের বৃহত্তর ঐক্যের ডাক দিলেন বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার ভৌমিক।
৩০ আগস্ট বুধবার রাতে শহরের কদমতলায় এই ঐক্যের বিষয়ে এক মতবিনিময় সভা হয়।
চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি তপন সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি সন্তোস দাস, পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, জেলা পূজা পরিষদের সাবেক সভাপতি প্রফেসর রনজিত বনিক, জেলা মুক্তিযুদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মৃনাল কান্তি সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সহসভাপতি জয়রাম রায়, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা,চাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর সমিরন ভঞ্জ, শিপ্রা দাস, পৌর আওয়ামীলীগ নেতা বিপ্লব চক্রবর্তী,সঞ্জিত পোদ্দার, চাঁদপুর ড্রামার সাধারণ সম্পাদক মানিক পোদ্দারসহ অন্যান্যরা।
সভায় সভাপতির বক্তব্যে চাঁদপুর হরিবোলা সমিতির সভাপতি অজয় কুমার ভৌমিক বলেন, সনাতনীদের নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কেউ কেউ সনাতনীদের নেতা সেজে নিজের আখের গুছাতে ব্যস্ত। অতছ সনাতনীদের কল্যাণে তাদের কোন অবস্থান নেই। এমনকি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নানা সময়ের নির্যাতন নিপীড়ন অঘটনেও তারা থাকে নিরব। তাই আগামী শনিবার বিকাল ৪টায় কদমতলায় এই বিষয়ে আরও একটি আলোচনা সভার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখানে সকল পর্যায়ের সনাতনী ধর্মালম্বীদেরকে স্বশরীরে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।