জয় চন্দ্র নাগঃ ভিপি নূরের সাংগঠনিক হাতকে শক্তিশালী করতে চাঁদপুর সদরের লক্ষীপুর মডেল ইউনিয়নে যুব অধিকার পরিষদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দ্রুতই এই কমিটি পূর্ণাঙ্গসহ ওয়ার্ড পর্যায়েও কমিটি গঠন করতে পারবে বলে আশাবাদী জেলা গণঅধিকারসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
৭ জানুয়ারি মঙ্গলবার রাতে চাঁদপুর বাসস্ট্যান্ডে সংগঠনটির কার্যালয়ে এক আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষণা করেন সদর উপজেলা যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাংগঠনিক দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ আশরাফুজ্জামান কাজী রাসেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, জেলা যুব অধিকার সাধারণ সম্পাদক এইচ এম শরিফ হোসেন।
চাঁদপুর সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহ্বায়ক রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলামিন সুমনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজ হোসেন।
এদিকে সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে প্রথম ইউনিয়ন কমিটি হিসেবে লক্ষীপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের কমিটির দায়িত্ব পেয়ে তা যথাযথভাবে পালনে সবার কাছে দোয়া চাইলেন নবাগত আহ্বায়ক মাহবুব অলিউল্লাহ ও সদস্য সচিব আবির হোসেন।