স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের মমতাময়ী মা তাজিয়া খাতুন (৭০) এর রুহের মাগফিরাত কামনায় কল্যাণপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারী) বাদ আসর চাঁদপুর সদর উপজেলার কালিভাংতি ৩নং কল্যাণপুর ইউনিয়ন বিট পুলিশিং কার্যালয়ে সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এম. কামালের পরিচালনায় এই মিলাদ ও মাহফিলে বক্তব্য রাখেন, চাঁদপুর মডেল থানার এস আই ও ৩-নং বিট অফিসার শাহরিন হোসেন, এসআই শাজাহান, এএস অহিদ।
কল্যানপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক সুমন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষা অনুরাগী আলহাজ্ব মাইনুল ইসলাম মমিন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন বেপারী, আশিকাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন মাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওমর ফারুক, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড সভাপতি মোঃ ইলিয়াস চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুকবুল হোসেন, ২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জামাল গাজী, সাধারণ সম্পাদক আবুল কাশেম মিজি, ৩নং ওয়ার্ড সভাপতি মোঃ তোফায়েল খান, সাধারণ সম্পাদক পলাশ কাজী, ৪নং ওয়ার্ড সভাপতি হাফেজ খান, সাধারণ সম্পাদক মোঃ হাশেম পাটওয়ারী, ৫নং ওয়ার্ড সভাপতি মোঃ কাবিল ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান গাজী, ৬নং ওয়ার্ড সভাপতি হযরত আলী পাটওয়ারী, সাধারণ সম্পাদক মোঃ জলিল জলিল সরকার,
৭নং ওয়ার্ড সভাপতি মোঃ শফিক মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ৮নং ওয়ার্ড সভাপতি মনোরঞ্জন বাবু, সাধারণ সম্পাদক শরিফ মাষ্টার , ৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ আলম খান, দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন, দক্ষিণ রালদিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা হাবিবুর রহমান।
মিলাদ মাহফিলে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও তার মা-বাবাসহ সকল আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়া বিশ্বব্যাপী বিভিন্ন মহামারির হাত থেকে মুক্তি, দেশ ও জনগণের সুখ-সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় ইউনিয়ন কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ এর মমতাময়ী মা তাজিয়া খাতুন রামগঞ্জে তার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে তাকে নামাজের জানাযা শেষে লক্ষীপুরে নিজ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।