মামুন হোসাইনঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সাংবাদিক শফিকুর রহমানের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেনে সিআইপি জালাল আহমেদ এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে শেখ সাজ্জাদ রশিদ সুমন লড়বেন। তারা সকলেই যার যার কর্মী সমর্থকদের সাথে নিয়ে নিজেদের প্রার্থীতা জানান দিয়ে জনগণের কাছে ভোট প্রত্যাশা করেন।
২৭ নভেম্বর সোমবার রাতে গণমাধ্যমকর্মীদের পৃথকভাবে নিজেদের প্রার্থীতার কথা জানিয়েছেন জালাল ও সাজ্জাদ।
জানা যায়, সাংবাদিক শফিকুর রহমান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বর্তমান সংসদ সদস্য এবং এবারো তিনি দলের মনোনীত নৌকার প্রার্থী। ইতিমধ্যেই তাঁর নাম দলীয় মনোনয়নে ঘোষণার পর ফরিদগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ ও মিছিল করে উল্লাস প্রকাশ করেছে। আর এর পরপরই এবার নৌকার মনোনয়ন প্রত্যাশী থাকা কাতার আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি জালাল আহমেদ নিজেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ার বিষয়টি স্পষ্ট করেন। তার পক্ষে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র তার বড় বোন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম সংগ্রহন করেছেন বলেও তিনি নিশ্চিত করেছেন। অপর দিকে এই একই আসনে এবার জয়ের জন্য লড়ছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মনোনীত প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন। তিনি জাতীয় পার্টির চেয়ারম্যানের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং চাঁদপুর জেলা জাতীয় পার্টির সহসভাপতির দায়িত্ব পালন করছেন।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী সিআইপি জালাল আহমেদ বলেন, দলীয় সিদ্ধান্তে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ রয়েছে এবং বিদ্রোহী প্রার্থী বলে কিছু নেই। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় সংসদ নির্বাচনকে সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই বলেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এই নির্বাচনে জনগণের ভোটে জয়লাভের মধ্য দিয়ে ফরিদগঞ্জকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত স্মার্ট শহর গড়ে তুলতে কাজ করবো।
নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শেখ সাজ্জাদ রশিদ সুমন বলেন, মানুষ এখন শুধু পরিবর্তন চায়। যদি ভোটের পরিবেশ ঠিক থাকে এবং জনগণ সুন্দরভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে লাঙ্গল মার্কার জয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
এ বিষয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীকে প্রার্থী সাংবাদিক শফিকুর রহমান বলেন, আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী এবং জনগণ সবাই নৌকার পক্ষে রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজার রাখতে সকলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারো নৌকাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।