স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি আসনে নৌকা, ঈগল এবং ট্রাক প্রতীকের প্রার্থীর ত্রিমুখী ভোটযুদ্ধের শঙ্কা করছেন ভোটাররা। আসনটিতে অন্য প্রতীকগুলোর প্রার্থীর চেয়ে জয়ের দিকে এই প্রতীকের প্রার্থীরা দৌড়ঝাঁপে এগিয়ে রয়েছেন।
৬ জানুয়ারি শনিবার দিনব্যাপী হাজীগঞ্জ শাহরাস্তি ঘুরে ভোটারদের সাথে আলোচনায় এ তথ্য উঠে আসে। ভোটাররা বলছেন, আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই ৩ প্রার্থীকে ঘিরে বিভক্ত হয়ে সংঘবদ্ধভাবে কাজ করছেন। তাদের নানারূপ কাজকর্মে কে যে শেষ পর্যন্ত জয়লাভ করবে তা ভোট গণণার আগ পর্যন্ত বলা যাবেনা।
আসনটিতে নৌকার প্রার্থী হচ্ছেন বর্তমান সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সেক্টর কমান্ডার রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বলেন, নৌকার যারা ভোটার তারা এদিক সেদিক যাবার সুযোগ নেই। দিনশেষে তারা নৌকাতেই ভোট দিবে। আমি আশাবাদি রেকর্ড সংখ্যক ভোটের ব্যবধানেই নৌকা জিতবে ইনশাআল্লাহ।
ঈগল প্রতীকের প্রার্থী আসনটির সদ্য পদত্যাগকৃত হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন। তিনি বলেন, গোছালো নির্বাচনী মাঠে ঈগল প্রতীকের জয়ের ব্যপারে আমি শতভাগ বিশ্বাসী। দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ভোটারদের ঈগল প্রতীকে ভোট দিতে ছুটোছুটি করছেন। জনগণ আসনটিতে পরিবর্তন চায় বলেই ঈগল প্রতীকে ভোট দিবেন বলে আমি বিশ্বাস করি।
ট্রাক প্রতীকের প্রার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও কলাবাগান ক্রীড়া চক্রের সাবেক সভাপতি সফিকুল আলম ফিরোজ। তিনি, আমার নির্বাচনী এলাকার জনগণের জন্য সবসময় কাজ করছি। আরও ভালোভাবে কাজ করতে সকলের চাহিদায় সংসদ সদস্য প্রার্থীতা করছি। আশা করি জনগণ তাদের ভোটের মাধ্যমে ট্রাক প্রতীকের জয় নিশ্চিত করবেন।
এছাড়াও আসনটিতে চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দেদী, ছড়ি প্রতীকে বাংলাদেশ সংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন, ফুলের মালা প্রতীকে বাংলাদেশ তরীকত ফেডারেশন বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী এবং মশাল প্রতীকে জাসদ এর প্রার্থী মনির হোসেন ভোটযুদ্ধে অংশ নিয়েছেন।
উল্লেখ্য, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে ১৫৩ ভোটেন্দ্রে ভোট দিবেন ৪ লাখ ৮৫ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৫১ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬১০ জন। এখানে মাত্র একজন হিজড়া ভোটার রয়েছে।