স্টাফ রিপোর্টারঃ আগামী ৭-৮ ফেব্রুয়ারী জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শেখ রাসেল কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হতেযাচ্ছে। এ ব্যাপারে জোড় প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ ক্রিড়া সম্পাদক আব্দুল মবিন জনি।
এ ব্যাপারে জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রিড়া সংগঠক ফেরদাউস মোর্শেদ জানান, গড়বো মোরা সংগঠন করবো মোরা উন্নয়ন এই স্লোগান কে সামনে রেখে চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুরের সবচাইতে বড়ব্যাডমিন্টন টুর্নামেন্টটি এতে তিনি আরও জানান, প্রায় সকল উপজেলা থেকে ২ টি করে দল থাকবে প্রত্যেক দলে খেলোয়াড় সংখ্যা ২জন।
চাঁদপুর জেলার ৮টি উপজেলা থেকে ২টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে। চাঁদপুর জেলার বাহিরের কোন খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না।ন্যাশনাল প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে না।
৪ই ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড় লিস্ট জমা দিতে হবে। প্রত্যেক উপজেলার জন্য আলাদা জার্সি পরিধান করতে হবে।
এক দলের খেলয়াড় অন্য দলে খেলতে পারবে না।প্রত্যেক উপজেলা থেকে স্বেচ্ছাসেবক লীগ, চাঁদপুর জেলার ২জন নেতা টিম দায়িত্ব পালন করবে। এম এ মবিন জনি -01717-588005, রাসেল আহমেদ -01715-132446 আয়জনে শেখ দাদন বিন আলমগীর, 01956-591925ইঞ্জিঃ রুবাইত আহমেদ উংস 01794-666056 যে কোন ব্যাপারে যোগাযোগ করতে বলা হয়েছে।