বিনোদন ডেক্সঃ বর্তমান সময়ে তরুন প্রজন্মের কাছে জনপ্রিয়তা বাড়ছে আবেদনময়ী মারজিয়া কবির সোনিকা ওরোফে ডিজে সনিকার। তার ডিজের তালে তালে অনেকেই নিজের ব্রেক ফেল করে নাচে মত্ত হয়ে থাকেন।
জানা যায়, ১৯৮৯ সালের ২১শে অক্টোবর সোনিকার জন্ম হয়। ৫ ফুট ২ ইঞ্চির সোনিকার তুলা রাশি। তিনি নিজের শরীর চর্চায় সব সময় ব্যস্ত সময় পার করেন এবং ওয়েস্টার্ন পোশাক পরে রোমান্টিক ভঙ্গিতে কথা বলতে বেশি পছন্দ করেন।
সূত্র মতে, মারজিয়া কবির সোনিকা বাংলাদেশী মহিলা ডিস্ক জকি হলেও বাংলাদেশের প্রথম মহিলা পেশাদার ডিজে সনিকা নামেই বেশি পরিচিতি পেয়েছেন। তিনি ২০০৭ সালে ডিজে হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এরপর ডিজে রাহাত পরিচালিত ‘গ্যারেজ’ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নেন। এরপর থেকেই আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজের ক্যারিয়ারে তিনি সবসময়ই তার গ্রুভি বীট দিয়ে যে কোনও ধরণের ভিড়কে তাদের পায়ে লাফিয়ে দেওয়ার জন্য সেই জাদুকরী দক্ষতা অর্জনের জন্য কাজ করে থাকেন।
মিডিয়া পাড়া ঘুরলে অনেকেই বলেন, সোনিকা বাংলাদেশের অনেক ক্লাব এবং পাঁচ তারকা হোটেলে অভিনয় করেছেন। সোনিকা শুধু বাংলাদেশেই নয় পার্শ্ববর্তী দেশ ভারতেও জনপ্রিয়। এছাড়াও তিনি বিশ্বের সেরা ডিজে সুকেতু, একেএস, সোনু নিগম, বোম্বে ভাইকিংস, বালি সাগু, হার্ড কৌর এর সাথেও পারফর্ম করেছেন।এমনকি তিনি ওয়ার্ল্ড কাপ ২০১১ এর উদ্বোধনী অনুষ্ঠানেও অভিনয় করেছেন।
বিভিন্ন ডিজের সাথে আলাপকালে জানা যায়, সোনিকা একজন পেশাদার ডিজে হিসাবে তার কর্মজীবন শুরু করতে থাইল্যান্ডে অবস্থিত সানজোন প্রোডাকশন থেকেও ডিজে প্রশিক্ষণ নিয়েছিলেন। পরে তিনি বাংলাদেশে আসেন এবং তার পুরোদমে ডিজে সনিকা নামে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে সেজুনের সাথে দাম্পত্য জীবন শুরু করেন। সে ঘরে তার একটি কন্যা রয়েছে এবং ২০১৮ সালে সোনিকা এবং সেজুনের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। আর এর পর থেকেই তিনি নিজেকে একজন ডিজে গার্ল এবং সিঙ্গেল মাদার দাবি করেন।