অমরেশ দত্ত জয়ঃ বহুল কাঙ্খিত চাঁদপুরের ৮শ’ ২০ কোটি টাকার শহর রক্ষা বাঁধ প্রকল্প নানা কারনে নকশা প্রনয়ন ও প্রাক্কলন প্রস্তুতের মধ্যেই থমকে রয়েছে। এতে কবে নাগাদ প্রকল্পের কাজ শুরু হবে সে আলোর মুখ দেখার অপেক্ষায় শহরবাসী। যদিও পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী কয়েক মাসের মধ্যেই কাজ শুরু হবে।
৫ ফেব্রুয়ারী সোমবার বিকালে শহর রক্ষা বাঁধ এলাকায় গেলে এসব তথ্য সম্পর্কে জানা যায়।
জানা যায়, শীতের মৌসুম এবং বর্ষার শুরু হলেই শহর রক্ষা বাঁধের ৩ হাজার ৩শ’ ৬০ মিটার পুরান বাজার ও নতুন বাজার এলাকার বেশ কয়েকটি স্পটে ভাঙ্গণ দেখা দেয়। এরমধ্যে লঞ্চঘাটের টিলাবাড়ী, পুরানবাজারের হরিসভা ও নতুন বাজারের বেশ কিছু স্পট সর্বদাই ঝুঁকিপূর্ণ। যার কারনে শহর রক্ষা বাঁধ প্রকল্পটি চাঁদপুরের জন্য অত্যান্ত গুরুত্বপূর্ণ হিসেবে সবসময়ই বিবেচনায় থাকে।
স্থানীয় ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দারা বলেন, ডিসেম্বরেই ৮২০ কোটি টাকা শহর রক্ষা বাঁধের জন্য অনুমোদন হওয়ার খবর পেয়েছি। শুনেছি বাঁধ নির্মাণে জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা ও ব্লক ফেলা হবে। তবে আমাদের দাবী প্রকল্পে হরিলুট ঠেকাতে এবং কাঙ্খিত ভাঙ্গণ রোধে কার্যকরী পদক্ষেপ হিসেবে স্থানীয় কোন ঠিকাদার দিয়ে কাজ না করিয়ে সরাসরি যেনো সেনাবাহিনী দিয়ে কাজ করানো হয়।
এ বিষয়ে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম বলেন, শহর রক্ষা বাঁধের ৩৩৬০ মিটার এলাকার কাজের জন্য ৮২০ কোটি টাকা অনুমোদন হয়েছে। কাজটি হলে পুরানবাজার ও নতুন বাজার এলাকা মিলিয়ে প্রায় ৫ হাজার কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। কাজটির নকশা প্রনয়ন ও প্রাক্কলন প্রস্তুত চলমান রয়েছে এবং এরপরই দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। ডিপিপি অনুযায়ী কাজটি এবছরের মে মাসে শুরু হয়ে ২০২৭ সালে শেষ হবে।