শ্যামল সরকারঃ চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী নতুনবাজারস্থ গোপালজিউ আখড়ার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অরবিন্দ কর্মকার ২ ডিসেম্বর ভোর ৪-৩০ ঘটিকায় তার কদমতলাস্থ নিজ বাসায় পরলোকগমন করেছেন।
তার জন্মস্থান মতলব দক্ষিণ উপজেলা নারায়নপুরে মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর, তিনি ১ছেলে ও ১ মেয়ের জনক, তার একমাত্র পুত্র অরুপ কর্মকার চাঁদপুর জেলা যুবলীগের সদস্য।
অরবিন্দ কর্মকার মৃত্যুকালে বহু আত্মীয়স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী রেখেগেছেন। তার অন্তোষ্টিক্রিয়া বিকাল ৩ টায় স্থানীয় মহাশ্মশানে অনুষ্ঠিত হয়।