আহসান হাবিব পাটওয়ারীঃ চাঁদপুর জেলার শাহরাস্তিতে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা সম্পূর্ণ হয়েছে।
১৩ এপ্রিল শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ শুরু হয়।
বিদ্যালয় এর প্রাক্তন ছাত্র, সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রবীণ আওয়ামীলীগ নেতা মাষ্টার আলী আহম্মদ খানের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও খেড়িহর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন মজুমদারের সঞ্চালনায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য,সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শাহারাস্তি উপজেলার অন্যতম প্রাচীন প্রাথমিক স্কুল হিসেবে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যতম। এ প্রতিষ্ঠানে পড়াশোনা করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত রয়েছে হাজারো ছাত্র-ছাত্রী।
তিনি আরো বলেন, প্রাচীন স্কুল হিসেবে নাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনসহ শিক্ষার গুনগত মান উন্নয়নের সকল বিষয়ে আমার সুনজর থাকবে।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে স্মতিচারণ করে বক্তব্য দেন ভোলদিঘি কামিল মাদ্রাসার প্রভাষক মাওঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, শিক্ষাবিদ মোঃ গোলাম রাব্বানী রানা ও মাহবুব অর রশীদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ডাঃ নিমাই চন্দ্র পাল, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান ডাঃ আব্দুর রাজ্জাক, আওয়ামিলীগ নেতা জসিম উদ্দিন মজুমদার, মিজানুর রহমান প্রমূখ।
উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মামুন অর রশিদ, সদস্য সচিব কবির হোসেন ও বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ আলম গাজীর শুভেচ্ছা বক্তব্যের মধ্যে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।