স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের বিভাগীয় সমন্বয়ক টিমের ৯ জন চাঁদপুরের সাথে সাংগঠনিক তৎপরতা সমন্বয় করবে।
২২ নভেম্বর বুধবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তাদের স্বাক্ষরিত সাংগঠনিক এক পত্রে এ তথ্য জানিয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত নেতারা হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তাহসান আহমেদ রাসেল, কোহিনুর আক্তার রাখি, খাদিজা আক্তার উর্মি, তামান্না জেসমিন রিভা, আনফাল সরকার পমন, মোঃ রিপন মিয়া, রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন এবং আবু ইউনুস।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, আমরা আগামী নির্বাচনকে সামনে রেখে ছাত্রলীগের বিভাগীয় টিম গঠন করেছি। চাঁদপুর জেলা হচ্ছে চট্টগ্রাম-২ বিভাগীয় টিমের অন্তর্ভুক্ত। এই টিমে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুর জেলাকেও যুক্ত করা হয়েছে। আমাদের গঠিত ৯ জনের এই সমন্বয়ক টিম জেলা পর্যায়ের ছাত্রলীগ নেতাদের সাংগঠনিক তৎপরতায় পাশে থাকবে।