জয় চন্দ্র নাগঃ কিশোর বয়সী একাধিক ছেলে গাঁজাসহ অন্যান্য মাদকের টাকা জোগার করতে লোভে পড়ে চুরি ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ছে। এদের অনেকের বয়সই ১৮ এর নীচে। আর তারা কেউই পেশাদার চালক নয়।
২৮ এপ্রিল শনিবার রাতে এসব তথ্য জানিয়েছেন চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান।
নৌ পুলিশ গেলো ২৪ ঘণ্টায় মোট ২২ জনকে নদী ও লঞ্চঘাট এলাকা হতে নানা অপরাধে আটক করি। আর এতেই ধরা পড়ে কিশোর বয়সী বেশ কিছু বখাটে। এদের রং বেরংয়ের চুলের কালার ও নানা আকৃতির চুলের কাটিং ও পোশাকে সন্দেহ হয় প্রকৃত চালক কিনা? পরে জিজ্ঞাসাবাদে এরা প্রকৃত পেশাদার চালক নয় বলে জানিয়েছে। মূলত এরা প্রত্যেকেই গাঁজাসেবী।
চাঁদপুর নৌ থানার ওসি মোঃ কামরুজ্জামান বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরার অপরাধে মেঘনা নদীর রাজরাজেশ্বর ইউনিয়নের চিরাচর এলাকা থেকে ইঞ্জিনচালিত ৪ টি নৌকা জব্দসহ ৯ জেলেকে গ্রেপ্তার করি। এছাড়া লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি করায় ৭ চালক ও যাত্রীদের মোবাইল চুরির দায়ে ৬ বখাটেকে গ্রেপ্তার করা হয়। এরপর এদের বিরুদ্ধে পৃথক ধারায় মামলা দিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।