জয় চন্দ্র নাগঃ প্রশিক্ষণ ছাড়াই রোগীদের রক্ত টানাটানি, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে চিকিৎসা এবং ডাক্তারের চেম্বারে মুদি দোকানের মালামাল থাকাসহ একাধিক অভিযোগে জরিমানা করা হয়েছে চাঁদপুরের হাজীগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালকে। এটি হচ্ছে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার।
৩ মে শুক্রবার রাতে অভিযানের সত্যতা নিশ্চিত করেন জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন রূবেল।
তথ্য মতে, হাসপাতালটির প্যাথলজি রুমে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে রোগীদের সেবা প্রদান, বাহিরের লোক দিয়ে ব্লাড গ্রহণ ও ব্লিডিং ঘটানো এবং যথাযথ উপায়ে সেবা প্রদান না করার অভিযোগে পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়। একই দিন মেডিসিন কর্ণারে মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় তদারকিকালে ভোক্তা অধিদপ্তর জরিমানা করেছে। এসময় স্থানীয়রা হাসপাতালটি সিলগালা করে বন্ধেরও দাবী জানিয়েছে।
এসব তথ্য জানিয়ে জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন রূবেল বলেন, আমরা পপুলার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে নানা অভিযোগে ১৫ হাজার এবং মেডিসিন কর্নারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছি। ভোক্তার স্বার্থ রক্ষায় নিয়মিত এমন অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।