জয় চন্দ্র নাগঃ প্রায় দুই বছর পর চাঁদপুরের মতলব উত্তরের উজ্জল মিজি হত্যাকান্ডে জড়িত মোঃ ফরিদ গাজী(২৮) কে গ্রেফতার করলো পিবিআইয়ের টিম। ফরিদ হচ্ছে মুন্সিগঞ্জের মহেষপুরের পশ্চিম কান্দির বানিয়াল গ্রামের মোঃ ছানাউল্লাহ গাজীর ছেলে। দ্রুত ঘটনার রহস্য উদঘাটনসহ এতে জড়িত অন্যদেরও গ্রেফতারের দাবী নিহতের পরিবারের।
১ জুলাই সোমবার সন্ধ্যায় ফরিদকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ।
মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৫মে রাত সাড়ে ১২টায় ফাঁকা গুলি করে ঘটনাস্থল ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় আতংক সৃষ্টি করে সন্ত্রাসীরা। পরে হত্যার উদ্দ্যেশ্যে আসামীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে উজ্জল মিজির ডান পাশের হাটুর উপরে কোমড়ের নিচে রানে অস্ত্র ঠেকিয়ে গুলি করে জখম করে। একপর্যায়ে ফরিদসহ অন্য আসামীরা তাদের হাতে থাকা ধারালো চাপাতি, রামদা, ছেনী দিয়ে উজ্জল মিজির শরীর থেকে পায়ের পাতা বিচ্ছিন্ন করে এবং শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি মারাক্তক রক্তাক্ত কাটা জখম করে। এরপর তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। উজ্জলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এর পরিপ্রেক্ষিতে এ ঘটনায় মতলব উত্তরে ৭ মে ধারা- ৩০২/১১৪/৩৪ পেনাল কোড অনুযায়ী নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। মামলা নং-০৬।
এ বিষয়ে মামলার বাদী নিহত উজ্জ্বলের বড় ভাই গোলাম কিবরিয়া মিয়াজী বলেন, দীর্ঘসময় পরে হলেও আমার ছোটভাই উজ্জল হত্যাকান্ডে জড়িত ফরিদকে গ্রেফতারের মধ্য দিয়ে এ মামলার জট খুলতে শুরু করেছে। এজন্য পিবিআই টিমকে ধন্যবাদ জানাচ্ছি। দ্রুত এ মামলার মূল হোতাসহ অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এমনটা প্রত্যাশা করছি। আমাদের পরিবার এখনও জানতেই পারলো না কেনো এবং কি কারনে আমার প্রনপ্রিয় ছোট ভাইটিকে খুন হতে হলো?
এদিকে গ্রেফতার প্রসঙ্গে পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মোস্তফা কামাল রাশেদ বলেন,চাঞ্চল্যকর এ মামলাটির আত্মগোপনে থাকা আসামী ফরিদকে আমরা নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা পুস্কনিরপাড় এলাকার একটি ভাড়া বাসা হতে গ্রেফতার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ফরিদ ঘটনারসাথে জড়িত থাকাসহ এই মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। মামলার তদন্ত কাযক্রম চলমান রয়েছে। দ্রুত মামলাটির অন্য আসামীসহ ঠিক কি কারনে হত্যাকান্ডটি হয়েছে তা বিস্তারিত সবার সামনে তুলে ধরবো।
উল্লেখ্য, আসামি মোঃ ফরিদ গাজীর বিরুদ্ধে ডাকাতি, ডাকাতির চেষ্টা, অস্ত্র আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পিবিআই এর টিম।