মামুন হোসাইনঃ জেলা প্রশাসকের বিবৃতিতে চাঁদপুর জেলা লকডাউন ঘোষণা মধ্য দিয়ে, ফরিদগঞ্জ রায়পুর ও রামগঞ্জ সীমান্তে এলাকায় করোনা ভাইরাস সংক্রমন রোধে প্রশাসনের জারি করা লকডাউন বাস্তবায়ন করতে আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে পুলিশি টহল জোরদার করা ও চেকপোস্ট বসানো হয়েছে। ফরিদগঞ্জ থানা পুলিশ সুত্রে জানা গেছে, এখন থেকে ফরিদগঞ্জে বিভিন্ন পয়েন্টে লকডাউন মানাতে কঠোর অবস্থানে থাকবে আইনশৃঙখলা বাহিনীর লোকজন।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার শিউলি হরি হিলশা নিউজকে জানান করোনা ভাইরাস সংক্রমন রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশের ন্যায় পূর্বধলায়ও চলছে লকডাউন। আজ জেলা প্রশাসকের নির্দেশে পুরো চাঁদপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয় তাই ফরিদগঞ্জ উপজেলার পাশে রায়পুর ও রামগঞ্জ উপজেলা। অন্য জেলার মানুষ জেনো ফরিদগঞ্জ উপজেলা না ডুকতে পারে তাই সীমান্ত বর্তী বর্ডার অনুযায়ী চেকপোস্ট বসানো হয়েছে অনির্দিষ্ট দিনের জন্য,জুরুরি ঔষধ,কাঁচামাল, এর আওয়াতাদিন থাকবেন না। লকাডাউন মানার জন্য প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্হানে থাকবে।
