মামুন হোসাইনঃ প্রাপ্ত বয়স্কদের মধ্যে অন্যদের বোঝা হওয়ার অনুভূতি গুরুতর অসুস্থতা আত্মহত্যার কারণ হতে পারে। ফরিদগঞ্জে অধিকাংশ তরুণ-তরুণীদের আত্মহত্যার ঘটনা আবেগতাড়িত। হতাশা প্রেমে ব্যর্থ, পরীক্ষার ফল খারাপ, বাবা মায়ের সঙ্গে ঝগড়া,স্বামী স্ত্রীসহ ছোটখাটো বিষয়েই আবেগতাড়িত হয়ে অনেকে আত্মহননের পথ বেছে নেন চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত ফরিদগঞ্জ উপজেলায় হঠাৎ করে বেড়ে গেছে আত্মহত্যার প্রবণতা।
চলতি বছরে ফরিদগঞ্জ থানার তথ্য অনুযায়ী।ফরিদগঞ্জ উপজেলায় ১৬ জুন বৃহস্পতিবার দুজন তরুনীর আত্মহত্যার ঘটনা ঘটে। এই নিয়ে ফরিদগঞ্জ উপজেলায় চলতি বছরের ২০ জন তরুণ তরুণী আত্মহত্যা করে।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,বর্তমানে তরুণ-তরুণীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। মাদক, প্রেমে ব্যর্থতা, পারিবারিক কলহ, অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষার কারণে তরুণ-তরুণীরা বেশি হারে আত্মহত্যা করছেন।
এই পেছনে রয়েছে আমাদের আর্থ সামাজিক অবস্থা, নির্যাতন, ইভটিজিং, যৌতুক, সম্ভ্রমহানি, অবমাননা, অর্থনৈতিক সক্ষমতা না থাকা ইত্যাদি।পারিবারিক কলহের কারণেই সবচেয়ে বেশি মানুষ বিষণ্ণতা, একাকিত্ব কিংবা মানসিক রোগে আক্রান্ত হন। যেমন, স্বামী-স্ত্রীর মধ্যে ব্যবধান সৃষ্টি হলে, বিশ্বাস না থাকলে, স্বামী-স্ত্রীর মধ্যে কেউ অন্য কোনো নারী-পুরুষে আসক্ত হলে মানসিক অশান্তি থেকে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এ ধরনের পরিবারের ছেলে-মেয়েরাও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।