মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জে নিয়মনীতির তোয়াক্কা না করেই যত্রতত্র গড়ে উঠা গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো।
২৩ জানুয়ারি সোমবার বিকালে ফরিদগঞ্জের বাসস্ট্যান্ড ও রূপসা এলাকায় পৃথকভাবে এই অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, গ্যাস সিলিন্ডার বিক্রির এসব প্রতিষ্ঠানের কোনটিতেই নেই অগ্নি বিষ্ফোরক অধিদপ্তরের লাইসেন্স। তার ওপর গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দিষ্ট কোন মূল্য তালিকা নেই। এছাড়াও জনসম্পৃক্ত এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য প্রতিষ্ঠানগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র পর্যাপ্ত রাখার কথা থাকলেও তা রাখা হয়নি।

এদিনে অভিযানে সাবা এন্টারপ্রাইজকে ১০ হাজার, শিমু এন্টারপ্রাইজ কে ১০ হাজার, মেঘনা ট্রেডার্স কে ১০ হাজার এবং হাজী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অংশ নেয়া চাঁদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল ‘হিলশা নিউজ’-কে বলেন, মূল্য তালিকা না থাকা এবং যথোপযুক্ত অগ্নি নিরাপত্তা না থাকাসহ ভোক্তার জীবন হানি ঘটতে পারে এমন অপরাধের দায় ও আরো নানা অভিযোগে মোট ৪টি গ্যাস সিলিন্ডার বিক্রির প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করা হয়েছে। আমাদের অভিযানে উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিগণও যৌথভাবে অংশ নিয়েছেন।