হিলশা নিউজ রিপোর্টঃ বহরিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক মোহাম্মদ ইমান হোসেনের সভাপতিত্বে এক অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় স্কুল প্রশাসন।
সহকারী শিক্ষক শাহ্ জালাল খান ও জয় ঘোষের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে অধ্যয়নরত শিক্ষার্থী বিজয়া ত্রিপুরা (এসএসসি’২৩ পরীক্ষার্থী), মুক্তা আক্তার , সানজিদা আক্তার, তানহা আক্তার সংগীত পরিবেশন করেন। এরপর ষষ্ঠ শ্রেণির মেধা যাচাই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পাওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোঃ রিফাত (ক-১) এবং নিশি আক্তার (খ-১) এর মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সকল শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করে এসএসসি’২৩ ব্যাচের শিক্ষার্থী ইমা আক্তার, নবীনদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন নাসিহা মাহতারিন ও মারিয়া আক্তার। নবীনদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মরিয়ম আক্তার। বক্তারা বিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তারা বলেন, এখানে যারা ভর্তির সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে মেধাবীদের মধ্যে অন্যতম। শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। নিজেকে আদর্শবান ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রতিটি মানুষকে সুশিক্ষা অর্জন করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ও ১০ নং লক্ষ্মীপুর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদির টিটু, অভিভাবক সদস্য শফিকুর রহমান খান ও১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সদস্য হাবিবুর রহমান টিটু।