অমরেশ দত্ত জয়ঃ বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন নানামুখী আলোচনায় জমে উঠেছে। গেলো ২২ ফেব্রুয়ারী পূর্বের কমিটির দায়িত্ব হস্তান্তরের পর এবার ভোটযুদ্ধে লড়ছেন নতুন প্রার্থীরা। ইতিমধ্যে মনোননয়ন ফরম উত্তোলনের সময় ঘোষণার পর থেকে প্রার্থীরা মনোনয়ন ফরম কিনতে শুরু করেছেন।
৫ মে শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তথ্য মতে, টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শেষে ক্ষমতা ছাড়ার পর আবারও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) চাঁদপুর জেলা শাখার নির্বাচনে মনোনয়ন সংগ্রহ করেছে সভাপতি পদে মোস্তফা ফুল মিয়া ও সাধারণ সম্পাদক পদে মানিক পোদ্দার। অন্যদিকে দায়িত্ব পালাবাদলের আশায় ভোটারদের উৎসাহে সভাপতি পদে এবার বিনয় কৃষ্ণ পাল ও সাধারণ সম্পাদক পদে খোকন কর্মকারও মনোনয়ন উত্তোলন করেছেন। তারা প্রত্যেকেই জোরকদমে ভোটারদের দ্বারে দ্বারে আলাপ আলোচনার জন্য ছুটছেন এবং চষে বেড়িয়ে নিজেদের নির্বাচনী মাঠ দখলে নিচ্ছেন।
জানা যায়, আগামী ১৮মে বৃহস্পতিবার বাজুস চাঁদপুর জেলা শাখার ২০২৩-২০২৫ সালের কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে মোট ১১ পদের বিপরীতে ১৩০ জন ভোটার নিজেদের ভোট দিবেন। এখানে সদস্য হওয়ার পাশাপাশি ভ্যাট, ভ্যাট দাখিলা, ডিসি লাইসেন্স ও পৌর ট্রেড লাইসেন্স থাকলেই তিনি পদের জন্য মনোনয়ন দাখিলের মাধ্যমে নির্বাচন করতে পারবেন। ৩ মে মনোনয়ন উত্তোলন শুরু হলেও শেষ হচ্ছে ৬ মে। ৭ মে মনোনয়ন জমাদানের শেষ দিন। ৮ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৯ মে মনোনয়ন বাছাই ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। এরপর ১০ মে থেকে ১৬ মে নির্বাচনী প্রচারণা শুরু এবং ১৮ মে ভোট এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা।
নির্বাচন প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদে মনোনয়ন উত্তোলনকারী মানিক পোদ্দার বলেন, ৪ বছর টানা দায়িত্ব পালনের মধ্য দিয়ে নিজের অবস্থান ব্যবসায়ীদের কাছে পরিষ্কার করেছি। যদি ভালোভাবে দায়িত্ব পালন করে থাকি। তাহলে এবারো ভোটের দিন তারা আমাকে জয় উপহার দিবেন।
নির্বাচন প্রসঙ্গে সাধারণ সম্পাদক পদে আরেক মনোনয়ন উত্তোলনকারী খোকন কর্মকার বলেন, পূর্বের কমিটির নানা বিষয়ের অনিয়ম এবং একপেশীমূলক আচরণের প্রতিবাদে ভোটারদের অনুপ্রেরণায় প্রার্থীতা করছি। আশা করছি ভোটাররা ভোটের দিন ভোট প্রয়োগের মাধ্যমে তাদের দাবী আদায়ে সেই পালাবদলের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাবেন।
এ বিষয়ে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান হাবিব বলেন, একটি সুন্দর নির্বাচন উপহার দিতে আমাদের নির্বাচন পরিচালনার একটি আহ্বায়ক কমিটি রয়েছে। আমারা প্রতিদিনই শহরের ইউসুফ ম্যানসনের ৪র্থ তলায় এসোসিয়েশনের কার্যালয়ে বসছি। প্রার্থী মনোয়নপত্র যে টাকা দিয়ে কিনছেন সেই টাকা অফেরতযোগ্য। নির্বাচনের তারিখ পরিবর্তন ও পরিবর্ধন আহ্বায়ক কমিটি করতে পারবে। নির্বাচনের দিন সকল প্রকার জুয়েলারী দোকান বন্ধ থাকিবে। একটি অবাধ ও সুন্দর নির্বাচন উপহার দিতে আমরা সবার সহযোগিতা চাচ্ছি।