স্বপন কর্মকার মিঠুনঃ জাতীয় সংসদ সদস্য মেজর ( অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তমের ঐচ্ছিক তহবিল হতে নগদ টাকার চেক ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগিদের মাঝে সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম ওই চেক ও ঢেউ টিন বিতরণ করেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন রশিদের সভাপতিত্বে মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিতে গিয়ে বলেন, আওয়ামিলীগ ক্ষমতায় থাকাকালিন হতদরিদ্রদের মাঝে আমরা সহায়তা দিতে পারছি। বিএনপির আমলে হতদরিদ্রদের জন্য যা করতে পারে নাই, তা আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসহায় ও হতদরিদ্রদের জন্য করিয়ে দেখিয়েছে। আগামীতে আপনাদের সর্ব্বাত্বক সহায়তা নিয়ে এলাকার সকল উন্নয়ন কাজ করে যাবো।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালি, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহম্মদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি তার ঐচ্ছিক তহবিল হতে ১২০ জন উপকার ভোগীর মাঝে নগদ অনুদান ও ১৩৯ বান্ডিল ঢেউটিন বিতরণ করেন।