মনির হোসেন খানঃ কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ কে ঘিরে সারা দেশ এখন ফুটবল ম্যানিয়ায় আক্রান্ত। বাঙালি ফুটবল প্রিয় এক জাতী। অতিতে যখনি বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়েছে, তখনি দেখা গেছে বাংলাদেশের সকল পেশা শ্রেনীর মানুষ , তরুন ও যুব সমাজ হতে আরম্ভ করে বয়স্করা পর্যন্ত এ ফুটবল ম্যানিয়ায় আক্রান্ত হয়ে নানান কর্ম কান্ড করে গেছেন।
কেউ কেউ প্রিয় দলকে ভালোবেসে সে দলের জার্সি গায়ে জড়িয়ে সারাদিনমান ঘুরে চলেন, কেউবা প্রিয় দলের পতাকার রংয়ে নিজের পুরো বাড়ী সাজিয়ে তোলেন, কেউ কেউ নিজের বাড়ীর ছাদে প্রিয় দলের অসংখ্য পতাকা টাঙিয়ে সে দলের সমর্থক হিসেবে গোটা এলাকায় জানান দেন। পাড়া মহল্লার যুবারা তাদের নিজ এলাকায় প্রিয় দলের খেলোয়ার ও নিজেদের ছবি সম্বলিত বড় বড় পোষ্টার সাটিয়ে রাখেন তিন রাস্তার মাথায়। গ্রামে গঞ্জে বড় গাছের মগডালে প্রিয় দলের পতাকা উড়তেও দেখা যায়। আবার এসব পতাকা বাড়ীর রুফটপে টাঙাতে গিয়ে, বা পছন্দসই জায়গায় টাঙাতে গিয়ে তড়িতাহত হয়ে বা ছাদ থেকে পড়ে অনেককে প্রান দিতে হয়েছে।
তথাপিও থেমে নেই এমন কর্মযজ্ঞ। প্রিয় দলের প্রতি গভীর ভালোবাসা জানান দিতে কেউ কেউ সেদেশের সাত কিলো মিটার বা পাঁচ কিলো মিটার লম্বা পতাকা তৈরি করে রেকর্ড করেন। তবে আমাদের বাংলাদেশে সিংহ ভাগ সমর্থক হলেন ব্রাজিল ও আর্জেন্টিনার।
তাই আমাদের দেশে এ দুই দলেরই পতাকা, ব্যানার, পোষ্টার চোখে পড়ে বেশী। পাশাপাশি জার্মানি, ফ্রান্সের সমর্থকও এ দেশে আছে তবে তুলনায় নেহাত কম। আর মধ্যপ্রাচ্যের কোন দেশের সমর্থক আমাদের দেশে নেই বললেই চলে। তবে এবার কাতার বিশ্বকাপে আমাদের দেশে ভিন্ন চিত্র দেখা গেছে। চাঁদপুর শাহরাস্তি উপজেলার চিতশীর উগর গ্রামের কাতার প্রবাসি বাসিন্দারা পাঁচ কিলো মিটার দীর্ঘ পতাকা তৈরি করে এবং বিশাল মিছিল করে জানান দিয়েছেন যে, এ দেশেও কাতারের সমর্থক আছেন। নিঃসন্দেহে এটা একটা ভালো দিক।
সারাদেশ এখন বিশ্বকাপ ফুটবল ম্যানিয়ায় আক্রান্ত। সবখানেই একটা সাজ সাজ রব, একটা চাঁপা উত্তেজনা বিরাজ করছে তরুন ও যুবাদের মাঝে। তারই ধারাবাহিকতায় পিছিয়ে নেই ফরিদগঞ্জের একতা বাজারের আর্জেন্টিনা ভক্ত যুবারাও। তারাও তাদের বাজার সংলগ্ন সি,এন্ড,বি খালের উপরের ১২০ ফুট লম্বা বেইলি ব্রীজটিকে প্রিয় দল আর্জেন্টিনার পতাকার রংয়ে রাঙিয়ে তুলেছেন। এই ব্রীজটি এখন এক টুকরো আর্জেন্টিনা যেনো। ব্রীজ নয় এটি আর্জেন্টিনার পতাকা যেনো।
একতা বাজারের স্হানীয় ব্যবসায়ী যুবক সবুজ, জহিরুল, আল আমিন ও তাদের কিছু তরুন ছোট ভাইদের সমন্বয়ে তারা এ ব্রীজটিকে আর্জেন্টিনার পতাকার রংয়ে সাজিয়েছেন। ব্রীজের চারিদিকে রাখছেন অসংখ্য আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলের প্রতি ভালোবাসা জানাতে এ কাজে তাদের প্রায় ৬৫ হাজার টাকার মতো খরচ হচ্ছে বলে জানান উদ্যোক্তা সবুজ। চান্দ্রা বাজার ভুলু ডাক্তারের ব্রীজের কাছেও দু দলেরই বড় বড় ব্যানার টাঙানো দেখা যায়, তেমনি প্রমান সাইজের একটি আর্জেন্টিনার ব্যানারের সামনে গুটিকয় ছোট বাচ্চা সমেত লুঙি পড়া রুবেল নামে এক যুবককে দেখা গেলো।
তার কাছে জানতে চাওয়া হলো এতো বড় ব্যানার কারা বানিয়েছে? জবাবে তিনি বললেন আমরা তিন চারজন সি,এন,জি চালক বন্ধুরা মিলে এ ব্যানার বানিয়েছি। প্রায় পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এটা বানাতে। তার কাছে জানতে চাওয়া হলো আপনি আর্জেন্টিনা দলকে কেন ভালোবাসেন বা কেন সমর্থন করেন? এ দলের সাবেক বা বর্তমান কোন তাঁরকা খেলোয়ারের নাম বলেন। জবাবে হেসে দিয়ে বললেন জানিনা। তবে কেন এ দলকে সমর্থন করছেন, এ দলের জন্য কষ্টার্জিত টাকা খরচ করছেন? এমন প্রশ্নের জবাবে রুবেল বললেন অন্যেরা যে করছে, আমরা করলে ক্ষতি কি?
তার মানে হলো বিশ্বকাপ ফুটবল এখন একটা ম্যানিয়া, ছোয়াছে রোগের মতো। অন্যেরা করলে আমরাও করবো। এ করাতে লাভ ক্ষতির হিসেবের অংকটা যে ক্রমশ জটিল হচ্ছে তার খবর রাখে কজনা। আজ ২০শে নভেম্বর রাত ১০ টায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কাতার বিশ্বকাপ ফুটবল ২০২২ এর পর্দা উঠলো।
এ আসরের প্রথম খেলায় ইকুয়েডর স্বাগতিক কাতারকে ২/০ গোলে হারিয়ে তাদের জয়ের শুভ সূচনা করলো। এখন ভেবে দেখবার সময় এসেছে আমরা কোনটাকে এবং কি পেছনে ফেলে জয়ের শুভ সূচনা করবো।