চয়ন ঘোষঃ চাঁদপুরের মতলব দক্ষিণের নায়েরগাঁও উত্তর ইউনিয়নে নির্মাণের মাত্র ১১ দিনের মধ্যেই ধ্বসে পড়লো কালভার্ট। আর এতেই সরকারি বিপুল পরিমাণ অর্থ গচ্ছা যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
২৩ মে মঙ্গলবার বিকালে বক্স কালভার্টটি বিকট শব্দে ভেঙ্গে যায়।
উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, এডিবি প্রকল্পে নন্দীখোলা থেকে দক্ষিণ বকচর গ্রামের মুন্সিবাড়ি রাস্তায় এই সংযোগ কালভার্টটি নির্মাণ করা হয়। যার আনুমানিক কয়েক লক্ষ টাকা। এটি অপি এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করে।
স্থানীয়রা জানায়, তড়িঘড়ি করে সরকারি অর্থের তছরূপ করতেই এমনটি করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আর এতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরাও জড়িত থাকতে পারে! আর সেজন্যই হয়তো কালভার্টটির ঢালাই কাজের সময় উপজেলা প্রকৌশলী কার্যালয়ের একজন সহকারী প্রকৌশলী উপস্থিত থাকার কথা থাকলেও কাউকে তখন উপস্থিত হতে দেখা যায়নি বলেও অভিযোগ রয়েছে।
সরজমিনে দেখা যায়, বক্স কালভার্টি ঢালাই দেওয়ার নির্দিষ্ট সময় পার না হতেই এর সেন্টারিং সরিয়ে মাটি দেওয়ার কারণেই বক্স কালভার্টটি ভেঙে গেছে। তবে এতে নিম্ন মানের সামগ্রী নির্মাণকাজে ব্যবহার হয়েছে কিনা এখনি বলা যাচ্ছে না।
এ বিষয়ে বক্স কালভার্ট নির্মাণকারী ওপি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রিপন পাটোয়ারী বলেন, আমাদের নাম থাকলেও ওই বক্স কালভার্ট নির্মাণের দায়িত্ব নিয়েছিলেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। অতএব অনিয়ম করলে তিনিই করেছেন।
অভিযোগ প্রসঙ্গে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, নিম্নমানের সামগ্রী নয় যথাযথ সামগ্রী দিয়েই কালভার্টটি নির্মাণ করা হয়েছে। হয়তো রাজমিস্ত্রিদের বিচক্ষণতায় ত্রুটি ছিলো তাই এ ঘটনা ঘটেছে। মূলত ঠিকাদার প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমাকে অনুরোধ করাতেই আমি কাজটি দেখভাল করি। কাজের সময় একজন উপজেলা সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন বলেও তিনি দাবী করেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী জাকির হোসেন মজুমদার বলেন, বক্স কালভার্ট ঢালাই করার বিষয়টি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের অবহিতই করা হয়নি। তাছাড়া আমরা ঐ বক্স কালভার্ট নির্মাণে এখনো তাদের কোন অর্থ প্রদান করিনি।