থলের গিট কষে বাধুন যাতে থলের বিড়াল বেড়িয়ে না আসে,
নয়তো দেখা হয়ে যাবে কোন অলিতে গলিতে কিংবা রাজপথে।
থলে সামলান বিড়ালও সামলান, থলের গিট হালকা হয়ে আসছে,
বিড়ালের মিউ মিউ শব্দও শোনা যাচ্ছে,
যদি থলের বিড়াল বেড়িয়ে পড়ে তবে দেখা হবে কোন অলিতে গলিতে নয়তো রাজপথে।
রাজসিক থলে আর রাজসিক বিড়াল
কোনটারই হচ্ছেনা আড়াল,
থলের গিট ক্রমশঃ হালকা হয়ে আসছে, ভেতরের বিড়াল তার স্বরে মিউ মিউ করে যাচ্ছে, আশে পাশের সকলেই তার আওয়াজ শুনতে পাচ্ছে,
থলের গিট কষে বাধুন, বিড়ালদের চুপ করান, নাহয় দেখা হয়ে যাবে কোন অলিতে গলিতে নয়তো রাজপথে।
এমন তরো থলের বিড়াল কে কবে করতে পেরেছে আড়াল,
সাদা বিড়াল কালো বিড়াল
বিড়ালে বিড়ালে সয়লাব,
কেমন করে পেরুবেন তিমির রাত্রি, কেমনে হবে জয়লাভ?
থলের বিড়াল বেড়িয়ে পড়লে দেখবে লোকে,
সামলান ভাই সামলে চলুন
নয়তো পড়বেন মহা শোকে।
থলের গিট কষে বাধুন, যদি থলের বিড়াল বেড়িয়ে আসে তবে দেখা হয়ে যাবে কোন অলিতে গলিতে নয়তো কোন রাজপথে।
লেখক– মনির হোসেন খান, সহকারী সম্পাদক, হিলশা নিউজ ডট কম।