ফরিদগঞ্জ প্রতিনিধিঃ বন্ধুর সাথে মাছ ধরতে গিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জের পূর্ব সুবিদপুরের বাগপুর গ্রামে শাহাদাৎ হোসেন(৩৫) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শাহাদাত হচ্ছে ওই গ্রামের দক্ষিণ শেখ বাড়ীর সৈয়দের ছেলে। এদিকে শাহাদাৎ এর বন্ধু তাজুকেও আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে নেয়া হয়েছে।
২ জুন রোববার রাতে এলাকার ডাকাতিয়া নদীতে এই রহস্যজনক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ৩নং পূর্ব সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন।
স্থানীয়রা বলেন, শাহাদাৎের মুখে কথা অস্পষ্ট ছিলো। তাকে তার বন্ধু তাজু টেডা দিয়ে মাছ শিকার করতে ডাকলে সে যেতে সম্মত হয়। পরে নদীতে তাজু একটি মাছ বিধ করার পর শাহাদাৎ জলে নেমে মাছটি উঠাতে গেলে সে জলে তাজুর সামনেই তলিয়ে যায়। তাজু দেখছে শাহাদাৎকে কিসে যেনো টেনে নিয়ে যাচ্ছে! পরে তাজু দ্রুত শাহাদাৎতকে টেনে তুলতে গেলে তাজুকে অদৃশ্য শক্তি টেনে নীচে নিয়ে যায়। পরে তাজু বাড়িতে ফোন দিয়ে লোকজনকে আসতে বলে এবং ডাক-চিৎকার দিলে লোকজন এসে ঘটনাস্থল থেকে শাহাদাৎের মরদেহ উদ্ধার করে এবং আশংঙ্কা জনক অবস্থায় নীল বর্ণ মুখের হয়ে যাওয়া তাজুকে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসে।
এ বিষয়ে ৩নং পূর্ব সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, এই স্থানে এর কিছুদিন আগে দুজন দুর্ঘটনায় মারা যায়। এখন শাহাদাৎের মরদেহ থেকে তার কানের কাছ থেকে অনবরত রক্ত পড়তে দেখা যায়। কেউ বলছে তাদেরকে জ্বিনেরা আক্রমণ করছে। আবার কেউ বলছে, তাজু মাছ ধরার কথা বলে ডেকে নিয়ে শাহাদাৎকে হত্যা করছে। আবার কেউ সন্দেহ করছে তারা চায়না রিং জাল চুরি করতে গেছে এবং তখন জালের মালিকেরা তা দেখে এই ঘটনা ঘটিয়েছে। তাই জরুরী ভাবে শাহাদাৎের মরদেহের ময়নাতদন্তের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার এস আই মোঃ মহিউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।