অমরেশ দত্ত জয়ঃ স্টেডিয়াম থেকে শুরু করে পাড়া মহল্লার মাঠগুলোতে কিশোরসহ যুবক শ্রেণীর ক্রিড়াপ্রেমীদের খেলাধূলার পরিবেশ নিশ্চিতে দলীয় নেতাকর্মীদের মনোনিবেশ বাড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপি’র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
২৬ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়ামে ঢাকার মিরপুর সোনালী অতীত ক্লাব বনাম চাঁদপুর সোনালী অতীত ক্লাবের মধ্যেকার প্রীতি ফুটবল ম্যাচ দেখতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাফ জয়ী অধিনায়ক মোঃ আমিনুল হক।
এদিন প্রীতি এই ফুটবল ম্যাচে ঢাকা মিরপুর সোনালী অতীত ক্লাব ২-১ গোলের ব্যবধানে জয়ী হয়। অনেক দিন পর বিপুল দর্শক উপস্থিতিতে স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। আর এই উচ্ছ্বাস আরো বাড়িয়েছে মাঠে উপস্থিত সাবেক তারকা অনেক ফুটবলার ও স্থানীয় দর্শক।