আমি পারি সব
পারিনা শুধু ভুলতে তোমায়
প্রেম ভালোবাসায় গড়া ঘর
আমি যদি চাই মিথ্যাকে ধরতে
সত্যিই করতে?
আমি মঙ্গলের, সুখ শান্তি সকলের
পারিনা তাই ভাঙ্গতে
বিশ্বাস আর অবিশ্বাসকে
এক শিকলে বাঁধতে
অন্তরে বাহিরে সদা এক অভিব্যক্তি
পিতামাতা গুরু পরমেশ্বররে ভক্তি
তাদের আশীর্বাদ ব্যতিরেকে নাই মুক্তি
আমি ভাবতে পারিনা অন্য কিছু
অন্তরের ডাক মিথ্যে সবকিছু
জগতের মায়া শুধুই ছায়া
সত্য শুধু জীবে প্রেম
সদা ভেবে স্নেহ ভালোবাসা মায়া।