স্টাফ রিপোর্টারঃ জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সদস্য পদে সামান্য ভোটে হারলেও সহকর্মী ও শুভানুধ্যায়ীদের কাছে ভালোবাসার প্রতীক হিসেবে হৃদয় জিতেছেন সিনিয়র সাংবাদিক মিজান মালিক।
৩১ ডিসেম্বর শনিবার দিনব্যাপী প্রেসক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত ভোটে তিনি পরাজিত হন।
জানা যায়, মিজান মালিক মাত্র তিন ভোটে হেরেছেন। যিনি ১০ তম সদস্য হয়েছেন তিনি পেয়েছেন ২৮৯ ভোট। আর ২৮৬ ভোট পেয়ে ১১তম হয়েছেন সিনিয়র সাংবাদিক মিজান মালিক।তবে তিনি ভোটে হারলেও তার ফরিদা ও শ্যামল পরিষদ বিজয়ী হয়েছে।
সরজমিনে দেখা যায়, ফরিদা ও শ্যামলকে সমর্থণ করার পাশাপাশি সদস্য প্রার্থী মিজান মালিকের জন্য তার সহকর্মীরা সারাদিন প্রেসক্লাবের নির্বাচনে সময় কাটিয়েছেন। ভোটের ফলাফল গণণার আগ মুহুর্ত পর্যন্ত তারা তার পাশে ছিলেন। অনেকেই তার দেশের বাড়ী চাঁদপুর থেকেও তাঁর শুভকামনায় নির্বাচনে তার পাশে থাকতে ছুটে গেছেন।
এদিকে ফলাফল ঘোষণার পর সিনিয়র সাংবাদিক মিজান মালিক এক প্রতিক্রীয়ায় ‘হিলশা নিউজ’-কে বলেন, আমি হতাশ নই। যে সম্মানীত ভোটারগণ আমাকে ভোট দিয়েছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা। এই ভোট যুদ্ধে যারা আমার পাশে ছিলেন এবং কষ্ট করেছেন তাদের প্রতিও অগাধ ভালোবাসা। আমি তাদের ঋণ কখনোই শোধ করতে পারবো না।
মিজান মালিক ‘হিলশা নিউজ’-কে আরো বলেন, আমার জন্য যা কল্যাণকর তাই যেন সব সময় হয়। জয় পরাজয় গণতন্ত্রের সৌন্দর্য। আমি ফলাফল মেনে নিয়েছি। সেই সাথে ফরিদা-শ্যামল পরিষদের বিজয়ী সভাপতি সাধারণ সম্পাদকসহ সকলকে জানাচ্ছি অভিনন্দন। ভবিষ্যতেও আমি কল্যাণকর সব কাজের সঙ্গে যুক্ত থাকবো। মানুষের ভালোবাসার ওপর কোনো শক্তি নেই আর সেই ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই।