বাঁচতে চাই হাজার জনম!
চির সবুজের এই বাংলায়,
মহান নেতা শেখ মুজিবের
একাত্তরের বাংলায়।
দেখেছি কতো দেশ!
দেখেছি প্রকৃতির লীলা,
দেখিনি কভু রূপসী এমন
ছয় ঋতুর দেশ বাংলার মতোন!
বাঁচতে চাই হাজার জনম!
রাখালিয়া বাঁশির সুর শুনে,
টল টল করা পানিতে
হাঁসের দলের সাঁতার দেখে।
বাঁচতে চাই হাজার জনম!
অগ্রহায়ণে সোনালি ধানের খেল দেখে,
বর্ষার জলে সাঁতার কেটে
বসন্ত কোকিলের গান শুনে!
বিশ্বে দেখেছি কতো!
বড় বড় দালান আর ইমারত যত,
দেখিনি এতো সুন্দর দেশ
সবুজ-শ্যামল প্রকৃতি,
নির্মল আলো বাতাস
আমাদের এই বাংলার মতো!
বাঁচতে চাই হাজার জনম!
পাখ-পাখালির কল ধ্বনিতে,
পদ্মা-মেঘনার বুকে সাঁতার কেটে
ভোরের কাকের ঘুম ভাঙা কলরবে,
স্বাধীন বাংলার পতাকা তলে।
বাঁচতে চাই হাজার জনম!
বাংলাকে পরম মমতায় ভালোবেসে।
লেখক পরিচিতি- মোঃ মামুন হোসেন, হাজীগঞ্জ, চাঁদপুর।