স্টাফ রিপোর্টারঃ লক্ষিপুর জেলার রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন ১নং ওয়ার্ডের বাসিন্দা মোস্তফা জিরাতির বিরুদ্ধে জাল দলিল সৃজন করে এলাকার নিরীহদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ রায়পুর সহকারী জজ আদালতে তুলেছেন ভুক্তভোগী বিধবা হালিমা বেগম। মামলা নং-২০/২০২৩।
২৪ জানুয়ারি মঙ্গলবার অভিযোগ প্রসঙ্গে হালিমা বেগম বলেন, মৃত মিয়াজ উদ্দিন জিরাতির ছেলে মোস্তফা জিরাতি একজন ভূমিদস্যু এবং মামলাবাজ। তিনি সাধারণ মানুষের জমি দখলের অপচেষ্টা করতে জাল দলিল পর্যন্ত করে থাকেন। তার এমন সব অপকর্ম থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা পর্যন্ত রেহাই পাচ্ছে না।
তিনি আরও অভিযোগ করে বলেন, তার কতিপয় পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করছে। এরই প্রেক্ষিতে তার বাবা মৃত মিয়াজ উদ্দিন জিরাতির ওয়ারিশনের সম্পত্তিও সে জবর দখলের অপচেষ্টায় লিপ্ত। আমরা এসব থেকে রেহাই পেতেই আদালতের শরানপন্ন হয়েছি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা চাচ্ছি।
এদিকে অভিযোগ প্রসঙ্গে মোস্তফা জিরাতি মুঠোফোনে বলেন, এসব অভিযোগ সব ভূয়া। কেননা ওই হালিমা বেগমের কোন সম্পত্তিই নাই। সে কতিপয় দুষ্ট চক্রের প্ররোচনায় আমাকে জড়িয়ে নানাভাবে হেনস্তার চেষ্টা করছে। আমি এর থেকে পরিত্রাণ পেতে সবার সহযোগিতা কামনা করছি।