কচুয়া সংবাদদাতা: চাঁদপুরের কচুয়ায় রথযাত্রায় গীতা স্কুল পরিচালনা পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প করা হয়েছে।
৭ই জুলাই রবিবার ১ম রথযাত্রা উপলক্ষ্যে কচুয়া ইসকন মন্দির ও সাচার জগন্নাথ মন্দিরে ১টি করে মোট ২টি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে রথযাত্রায় আগত সনাতনী ভক্তদের প্রাথমিক চিকিৎসা, খাবার স্যালাইন মিশ্রিত ঠান্ডা শরবত, বিশুদ্ধ পানি ও বিশ্রাম নেওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সেবা প্রদান করা হয়।
গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা রাজীব চন্দ্র শীলের সঞ্চালনায় সাচার জগন্নাথ মন্দিরের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন, সাচার জগন্নাথ ধাম সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, প্রতি বছর গীতা স্কুল পরিচালনা পরিষদ ফ্রি মেডিক্যাল ক্যাম্প স্থাপন করে। এটি তাদের মহান কাজ। এতে আমরা সত্যি অভিভূত। আমরা সংগঠনটির উত্তোরত্তোর সফলতা কামনা করছি।
এসময় আরো বক্তব্য রাখেন, সংঘের সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, রথ উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী, কোষাধ্যক্ষ রনজিত সাহা ও সদস্য সুবল চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন, গীতা স্কুল পরিচালনা পরিষদের ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সারথীরা। এদিন দুপুরে গীতা স্কুল পরিচালনা পরিষদের সারথী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ভূনা খিচুড়ি খাবার বিতরণ করা হয়।