হিলশা নিউজ রিপোর্টঃ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডির ‘ত্রিবেণী’ অনুষ্ঠানে গান গাইলেন চাঁদপুরের কন্ঠ শিল্পী নন্দিতা দাস।
২৭শে ডিসেম্বর রবিবার ঢাকায় রাইজিংবিডি’র কার্যালয়ে এ গানের রেকর্ড হয়।
জনপ্রিয় ‘ত্রিবেণী’ অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন লেখক, সাহিত্যিক ও কর্পোরেট ব্যক্তিত্ব উদয় হাকিম।
জানা যায়, ‘ত্রিবেণী’ অনুষ্ঠানে কন্ঠশিল্পী নন্দিতা দাস রেকর্ডিংয়ের ১ম গানটি ছিলো গীতিকার ও সুরকার শাহ্ এনামুল হকের চাঁদপুর কে নিয়ে লেখা গান ‘জন্মে আমি ধন্য- আমার জেলা চাঁদপুর’। এছাড়াও এদিনে কন্ঠশিল্পী নন্দিতা দাসের কন্ঠে পর পর জনপ্রিয় আরও ৯টি ফোক গানেরও রেকর্ডিং হয়।
আরও জানা যায়, ত্রিবেণী তে গান রেকর্ডিং শেষে কন্ঠশিল্পী নন্দিতা দাসের হাতে উপহার তুলে দেন রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক উদয় হাকিম।
এসব বিষয় ‘হিলশা নিউজ’-কে নিশ্চিত করেন কন্ঠশিল্পী নন্দিতা দাস। তিনি ‘হিলশা নিউজ’-কে জানান, ওয়ালটন ও রাইজিংবিডি কর্তৃপক্ষকে ধন্যবাদ এতো সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ায়। বিশেষ করে রাইজিংবিডির উপদেষ্টা সম্পাদক ও কর্পোরেট ব্যক্তিত্ব উপস্থাপক উদয় হাকিম ভাইয়ার জন্য শুভকামনা ও কৃতজ্ঞতা। তিনি অত্যান্ত চমৎকারভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেন। গানের রেকর্ডিং শেষ হলো মাত্র। গান রাইজিংবিডি তে প্রচার হলে অবশ্যই সবাইকে দেখার আমন্ত্রণ রইলো।
