মহসীন আলমঃ চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী সুস্থ্যতায় তিনি সবার নিকট দোয়া চেয়েছেন। শনিবার থেকে তিনি শারীরিক সমস্যা নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৯ জুন রোববার তিনি নিজেই ‘হিলশা নিউজ‘-এর এই প্রতিবেদককে মুঠোফোনে হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করেন। আল্লাহর রহমতে দায়িত্বরত ডাক্তারের নীবিড় পর্যবেক্ষনে তিনি এখন কিছুটা সুস্থ্যতাবোধ করছেন। পুরোপুরি সুস্থ্যতা ও নেক হায়াতের জন্য তিনি তার পরিবার,স্বজন, সহযোদ্ধাসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।