মাহমুদুল হাছানঃ চাঁদপুরের শাহরাস্তিতে পুলিশের নিয়মিত অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে।
২৬ নভেম্বর রোববার দুপুরে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ সুজন(৪০)। তিনি হাড়ইরপাড় গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করে চাঁদপুরের শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, সুজন চিহ্নিত মাদক কারবারী। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।