স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন ২০২২ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
রবিবার ২৭ নভেম্বর সকাল ১০ টায় মেহার ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই সম্মেলনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ১ টার পর দ্বিতীয় অধিবেশন ভোট গ্রহন কার্যক্রম শুরু হয়ে বিরতি বিহীন সাড়ে ৩ টা পর্যন্ত তা চলে।
পৌরসভা আওয়ামীলীগের অহবায়ক ও মেয়র হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে ও আওয়ামী লীগের উপজেলা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টুর উপস্থাপনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসন হাজিগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বলেন, ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর বহু নেতা কর্মী মামলা হামরার স্বীকার হয়েছে। আমাদের জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে।
আওয়মীলীগ ক্ষমতায় যতবার এসেছে দেশ ও জনগনের ভাগ্যে উন্নয়নের জন্য নিরলস কাজ করেছেন। অতিতের সরকারগুলো তাদের নিজ দলের সদস্যদের ভাগ্যে উন্নয়নে কাজে গেছেন। দেশ ও জনগনের চিন্তা তাদের মাথায় ছিলো না।
আমাদের আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হিসেবে উন্নীত করেছে। আগামী ২০২৪ সালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আবার আনতে হলে সকলে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। তিনি সম্মেলনে অতিথি হিসেবে জেলা হতে আগত নেতাদের এবং শাহরাস্তি উপজেলা ও পৌরসভা নেতাদেরসহ কাউন্সিলরদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
সম্মেলন শুভ উদ্বোধন করেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সুচিপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভা সাবেক মেয়র নাছির উদ্দিন আহম্মদ , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আঃ রব ভুঁইয়া, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটোয়ারী দুলার, যুগ্ম সাধারণ সম্পাদক আহছানউল্লা আখন্দ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু নাছের বাচ্চু পাটোয়ারী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছরিন জাহান শেফালি। সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌরসভা আওয়ামীলীগ সাবেক আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, বিল্লাল হোসেন তুষার, আইন বিষয়ক সম্পাদক ইলিয়াস মিন্টু, প্রচার ও প্রকাশক সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ বাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাবেক আহ্বায়ক তোফায়েল আহম্মদ ইরান, দপ্তর সম্পাদক শফিউল আযম স্বপন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও টামটা উত্তর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন দর্জি, মাহফুজুল কবিরসহ ১২ টি ওয়ার্ড নেতৃবৃন্দ।
৩ বছরের জন্য শাহরাস্তি পৌরসভা আওয়ামীলীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল এবং মাহবুব আলম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।