নিজস্ব সংবাদদাতাঃ চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের ঈগল প্রতীকের পোস্টার লাগানোর সময় হামলা চালিয়েছে নৌকা প্রার্থীর সমর্থকরা। হামলায় মতলব উত্তরের সাতআনী গ্রামের আজিজুল নামে এক কর্মীকে ছুড়ি আঘাতে মারাত্মক যখন করেন। এছাড়া আরো ৫জন গুরুতর আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে চাঁদপুর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা হলেন মোঃ আরিফ মোল্লা, আমিনুল হক মোল্লা, বাচ্চু মোল্লা, সিয়াম সিকদার ও মিলন শিকদার।
বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর-২ আসনে মতলব উত্তর উপজেলার পাঁচআনী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ছাড়া এই ইউনিয়নের মিলারচর বাজারে এবং পাঁচআনি চৌরাস্তা বাজারে নৌকা প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থী এম ইসফাক আহসানের পোস্টার ছিঁড়ে ফেলেন এবং বিভিন্ন হুমকি প্রদান করেন।
আহত আজিজুল জানান, মাগরিবের নামাজের পর স্বতন্ত্র প্রার্থীর ঈগল মার্কার এম ইসফাক আহসানের পক্ষে আমরা পাঁচআনী পোস্টার লাগাচ্ছিল। এ সময় নৌকার সমর্থক কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভা সহ ২০/৩০ জন তিনটি মাইক্রোবাস থামিয়ে দেশি অস্ত্র নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।
আহত মোঃ আরিফ মোল্লা জানান, একপর্যায়ে হামলাকারী সুভা চেয়ারম্যান আজিজুলকে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করে এবং আমাদেরকে বেধড়ক পিটিয়ে মারাত্মকভাবে আহত করে এবং বলে আর যদি ঈগল মার্কার পোস্টার লাগাই তাহলে আমাদের প্রানে মেরে ফেলবে। পরে স্থানীয়রা লোকজন উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে গত কয়েকদিন ধরেই নৌকা সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের উপর হামলা দিচ্ছে। ঘর বাড়ি জ্বালাও পোড়া, ভাংচুর ও দলীয় নেতাকর্মীদের উপর হামলা করছে। নৌকা সমর্থক সুভা চেয়ারম্যানের বিরুদ্ধ দুইটি মামলা হয়েছে। তিনি একাধিক মামলার প্রধান আসামী থাকা সত্বেও এলাকায় এধরনের সন্ত্রাসী কর্মকান্ড করার কারণে আতংকিত এলাকাবাসী। দ্রুত তাকে গ্রেফতার পুর্বক আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আর্কষন করেন মতলবের সাধারণ জনগণ।
এ বিষয়ে কলাকান্দা ইউপি চেয়ারম্যান সোবহান সরকার সুভার মুঠোফোনে একাধিক ফোন দিলেও ফোন রিসিভ করেনি।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, নির্বাচনি পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত বলে স্থানীয় সূত্রে জেনেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।