শিমুল অধিকারী সুমনঃ চাঁদপুরের হাইমচরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ সরকারের লগি বৈঠার তান্তব ও নির্বিচারে মানুষ হত্যার বিচারের দাবিতে। হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে মিছিল শুরু হয়ে আলগী বাজারে প্রদক্ষিণ শেষে বিক্ষোভ করে আল-আমীন আদর্শ মহিলা মাদ্রাসা মাঠে সমাবেশে নেতাকর্মীর বক্তব্য রাখেন।
২৮ অক্টোবর বিকালে উপজেলার আলগী বাজারে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়।
মিছিলে অংশ নেওয়া আরিফ, জয়নাল, আবদুল হক বলেন, ২৮ অক্টোবর ২০০৬ সালে লগি-বইঠা ধারী আওয়ামিলীগ সন্ত্রাসীদের তান্ডব নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদ ও অনতিবিলম্বে তাদের গ্রেফতারের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ।
হাইমচর উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতে ইসলামকে মুছে ফেলার বহু চেষ্টা করেছে। দেশব্যাপী হত্যা গুম সন্ত্রাস মামলা হামলা চালায় আওয়ামী লীগ। এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ চিরতরে বাংলার মাটি থেকে উচ্ছেদ করে কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।
চাঁদপুর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসরদেরকে আইনের আওতায় এনে বিচার করে সন্ত্রাসী সংগঠন হিসাবে কালো তালিকাভূক্ত করে নিষিদ্ধ করতে হবে। এদেশের মাটিতে শুধু তারাই রাজনীতি করবে যাহারা জনগণের কথা বলে ভোটাধিকারের কথা বলে ন্যায় ও ইনসাফের কথা বলে মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে ।