শিমুল অধিকারী সুমনঃ চাঁদপুরের হাইমচরের জনসাধারণকে সচেতন করতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। যেখানে পৈতৃক ভিটা-জায়গা ও ক্রয়কৃত জমির মালিকানা নিশ্চিত করতে ডিজিটাল পদ্ধতিতে স্মার্ট ভূমিসেবা উপজেলা ভূমি অফিস কর্তৃক দেয়া হচ্ছে।
৮ জুন শনিবার উপজেলা পরিষদের সম্মুখে একটি স্টলে এই স্মার্ট ভূমি সেবা দেয়া হয়।
সেবা সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, আমরা যেসব সেবা এখানে দিচ্ছি তা সচেতনতামূলক ব্যানার পোস্টারের মাধ্যমে ভূমি মালিকদের জানাচ্ছি। এরমধ্যে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত রেজিস্ট্রেশন এবং অনলাইনে তা গ্রহণ সম্পর্কিত ব্যাপক প্রচার করছি। ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তাৎক্ষণিক সেবা দেয়া, অনলাইনে আবেদনকৃত মৌজাম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ করা,মাঠ পর্যায়ে চলমান জরিপ কার্যক্রম বিষয়ে গণশুনানি, আপত্তি/আপিল দাখিল হস্তান্তরসহ সকল সেবা জনগণকে দেওয়া, সেবা গ্রহীতাদের সেবা সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার জবাব সরাসরি উত্তর দেয়া উল্লেখযোগ্য।
এ বিষয়ে হাইমচর উপজেলার সহকারী ভূমি কমিশনার নিরুপম মজুমদার বলেন, ভূমি মন্ত্রণালয় হতে সরবরাহকৃত ভূমিসেবা সংক্রান্ত ডকুমেন্টরি প্রচার করাসহ বিভিন্ন সেবার মাধ্যমে ভূমি মালিকদের সচেতন করছি। ভূমি মালিকরা যেনো ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে পারে। সেই জন্যই ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে ভূমি মালিকদের কাছে সেবা সংক্রান্ত তথ্য পাঠানোকে মূল উদ্দেশ্য ধরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উদযাপন করছি।