হাজীগঞ্জ সংবাদদাতাঃ চাঁদপুরের হাজীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ সোহেল হোসেন(২৭) নামে এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
২২ জানুয়ারি মধ্যরাতে এসআই মোঃ মিছবাহুল আলম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ তাকে গ্রেফতার করে।
পুলিশ বলছে, হাজীগঞ্জ ৭নং পৌর ওয়ার্ডের উত্তর টোরাগড় এলাকা হতে সোহেলকে গ্রেফতার করা হয়।সে ওই এলাকার মোঃ মহরম আলী ও সায়েরা বেগমের ছেলে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি জুবায়র সৈয়দ বলেন, সোহেল নামের আসামীকে ১৯ কেজি গাঁজাসহ গ্রেফতার করে মাদক আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়।