স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের আঞ্চলিক পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সত্যের টানে শব্দবুনন স্লোগানে এগিয়ে চলা হিলশা নিউজ এর পক্ষ থেকে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে জয়ী হওয়ায় নুরুল হায়দার সংগ্রামকে শুভেচ্ছা জানিয়েছে কর্তৃপক্ষ।
৩ জুন সোমবার রাতে সংগ্রামের ব্যাক্তিগত কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন হিলশা নিউজ এর সম্পাদক ও প্রকাশক অমরেশ দত্ত জয়, সহ-সম্পাদক মনির হোসেন খান, স্টাফ রিপোর্টার জয় চন্দ্র নাগ।
জানা যায়, নুরুল হায়দার সংগ্রাম গেলো ২১ মে চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চাপকল মার্কা নিয়ে ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেন। সেখানে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করে ভোট পেয়েছিলেন ৫০ হাজার ৯শ’ ৫৮ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল বারাকাত রেজোয়ান চশমা মার্কা নিয়ে পেয়েছেন ৩৯ হাজার ৯শ’ ৪০ ভোট এবং হারুন অর রশীদ হাওলাদার তালা মার্কায় পেয়েছিলেন ১৪ হাজার ৯শ’ ১২ ভোট। আর প্রথমবার উপজেলা পরিষদের নির্বাচন করে এমন তাক লাগানো জয়ে সবাই খুশি।
এদিকে ফুলেল শুভেচ্ছা প্রসঙ্গে ‘হিলশা নিউজ’-এর সহসম্পাদক মনির হোসেন খান বলেন, সাংবাদিকদের সুহৃদ নুরুল হায়দার সংগ্রাম যাতে পূর্বের ন্যায় জনপ্রতিনিধি হয়েও সবসময় সাংবাদিকদের প্রতি আন্তরিক থাকেন এবং সাংবাদিকবান্ধব আচরণ করেন। সেই জন্যই তার জয়ের পর আমরা তাকে ফুলেল শুভেচ্ছা জানালাম। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।