মোঃ হোসেন গাজীঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় হাইমচর উপজেলার ৪ নং নীলকমল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক সাউদ আল নাসেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
হাইমচর উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন বেপারী।
২৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইউপি নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলের গঠনতন্ত্র অনুসারে সংগঠনিক শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে সম্পৃক্ত থাকায় বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭ ধারার (ঠ) উপ-ধারায় তাকে দলীয় সকল পদ থেকে আজীবনের জন্য তাকে বহিষ্কার করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।