মামুন হোসাইনঃ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ১১ চরদুঃখিয়া পুর্ব ইউনিয়ন ১নং ওয়ার্ডের পূর্ব সন্তোষপুর গ্রামে কালিবাজার থেকে জিলের পাড় মুকবুল সওদাগরের দোকান পযর্ন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা। গত ২০ বছরে পূর্বে রাস্তাটি সরকারি পৃষ্ঠপোষকতায় নির্মাণ হয়। যার আইডি নং ৪১৩৪৫৫০৭৮।
সোমবার সকালে (২৬ সেপ্টেম্বর) কমলউদ্দিন বেপারী বাড়ি সামনে মাহমুদা বেগম ও শরীফ হোসেন, মা ও ছেলে বিরুদ্ধে ওই সরকারি রাস্তাটি দখলে নেওয়ার অভিযোগ উঠে।
স্হানীয় বাসিন্দা ইউছুফ আলী, সাকিব বেপারী, হারুন, রাকিব, শিখা বেগম বলেন, হঠাৎ তারা রাস্তায় বাশ দিয়ে রাস্তা দখল করতেছে। ওই রাস্তা ২০ বছর পূর্বে নির্মাণ করা। এখন তারা রাস্তার পাশের জমি বিক্রি করবে। তাই রাস্তা দখল করে রাস্তাসহ জমি বিক্রি করতে চাইছে। আমরা প্রশাসন ও নির্বাচিত প্রতিনিধির দৃষ্টি আকর্ষণ করছি। রাস্তাটি যেন দখল না হয়। বর্তমানে রাস্তা দিয়ে সাইকেল, সিএনজি, অটোরিকশা, বাইক সকল কিছুই চলাচল করতে পারে। রাস্তা দখল হলে মানুষের চলাচলে অসুবিধা হবে এবং বাগানের ভিতর দিয়ে হাটতে হবে।
মাহমুদা বেগম বলেন, রাস্তার জমি আমাদের নিজের। তাই আমরা রাস্তার অর্ধেক জমিতে বাঁশ দিয়ে বেড়া দিছি।
স্হানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, আমি এই ব্যাপারে অবগত নই। সরজমিনে দেখে ইউপি চেয়ারম্যানের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করবো।
তবে এ বিষয়ে বক্তব্য নিতে ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।