রকি চন্দ্র সাহাঃ চাঁদপুরের শাহরাস্তির ঠাকুর বাজারে মাত্র দেড় ঘন্টার অগ্নিকান্ডে ১৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এরমধ্যে বিভিন্ন মালের ৩টি সেমিপাকা ও ১১টি টিনের ঘরের দোকান ছিলো।
মঙ্গলবার ভোর রাত ৪ টায় একটি চায়ের দোকানের লাকড়ীর চুলা থেকে আগুনের সূত্রপাতের খবর জানিয়েছে ফায়ার সার্ভিসের টিম।
সরজমিনে দেখা যায়, আগুনের দাবানলে ঠাকুর বাজারের বিসমিল্লাহ সূতা ঘর, অনিল টি ষ্টল, টিপটপ লন্ড্রী,বিসমিল্লাহ আলু আড়ত,পরেশ ষ্টোর,আক্তার ষ্টোরসহ ১৪টি ব্যবসায়িক দোকান পুড়ে ছাড়খার হয়ে গেছে। ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে সকলের সহায়তা চেয়েছেন।
ঘটনাস্থল পরিদর্শনে আসা শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার পূর্বেই ব্যবসায়ীদের যা ক্ষতি হবার তা হয়ে গেছে। মার্কেটের রাস্তা সরু থাকায় দমকল বাহিনী ঢুকতেও দেড়ি হয়েছে।
ভুক্তভোগীরা বলেন, প্রতিটি দোকানিই বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়েছিলো। এমন অগ্নিকান্ডের পর ঋণ পরিশোধ ত দূরের কথা পরিবারের ভরণ-পোষণ চলবে কিনা সে শঙ্কায় রয়েছি। এই অগ্নিকান্ডে আমাদের কোটি টাকার ওপরে ক্ষতিসাধন হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, আমরা দমকল বাহিনীর ১৩ জনের একটি টিম দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। এতে করে বাজারের প্রায় ৮০ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। তবে ব্যবসায়ীদের প্রায় ২৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা অনুমান করছি।